সৌদি আরব ১৯৭১ সালের ১৬ই আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পেছনে মূলত ভূ-রাজনৈতিক বাস্তবতা, ধর্মীয় সংহতি ও আঞ্চলিক নেতৃত্বের কৌশল কাজ করেছিল। সংক্ষেপে কারণগুলো হলো:
অবিচ্ছেদ্য ভূ-রাজনৈতিক বাস্তবতা- আগস্টের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের পৃথক হওয়া অপরিবর্তনীয় হয়ে উঠেছিল। সৌদি আরব বুঝতে পেরেছিল যে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) আর পাকিস্তানের অংশ থাকবে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা সৌদি নীতিনির্ধারকদের বিবেচনায় ছিল।
ধর্মীয় সংহতি ও নেতৃত্বের দাবি- সৌদি আরব “মুসলিম বিশ্বের নেতা” হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের প্রতি সমর্থন দেখিয়ে তারা ইসলামিক ঐক্যের বার্তা দেয়।পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষা করেও বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা ভারসাম্য বজায় রাখে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ- আগস্ট নাগাদ ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর সামরিক সাফল্য ও বিশ্বজনমত বাংলাদেশের পক্ষে ঘুরে যাচ্ছিল।অন্যান্য মুসলিম রাষ্ট্র (যেমন ইরান, তুরস্ক) ইতোমধ্যে বাংলাদেশের সাথে যোগাযোগ শুরু করায় সৌদি আরব পিছিয়ে থাকতে চায়নি।