চীনের এক ৯০ বছর বয়সী বৃদ্ধা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, কারণ তিনি নিয়মিত ফৌজদারি আইন পড়ছেন এবং আদালতে গিয়ে মামলার নথিপত্র খতিয়ে দেখছেন। বৃদ্ধার পারিবারিক নাম হে। ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁর ৫৭ বছর বয়সী ছেলে লিন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন। স্থানীয় এক উদ্যোক্তা, হুয়াং, লিনের বিরুদ্ধে ১১ কোটি ৭০ লাখ ইউয়ান চাঁদাবাজির মামলা করেছেন। মামলাটি ঝেজিয়াং প্রদেশের একটি আদালতে চলছে এবং সর্বশেষ শুনানি হয় ৩০ জুলাই।
পুলিশ লিনকে গ্রেপ্তার করার পর মানসিকভাবে ভেঙে পড়েন হে। কিন্তু তিনি শুধু কাঁদার পরিবর্তে ছেলের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন। এ উদ্দেশ্যে তিনি আইন অধ্যয়ন শুরু করেন, যদিও পরিবারের সদস্যরা শুরুতে তাঁর এই সিদ্ধান্তে আপত্তি জানান। তবে হে নিজের সিদ্ধান্তে অটল থেকে নিয়মিত আইনের বই ও সাময়িকী পড়তে থাকেন এবং এখন নিজেই ছেলের পক্ষে আদালতে লড়ছেন।