জাবি প্রতিনিধি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাজন মিয়ার উদ্যোগে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।
দোয়া ও কোরআন খতমে মো. রাজন মিয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সমগ্র দেশের আশা–আকাঙ্ক্ষার বাতিঘর দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা কোরআন খতমের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে এসে দেশের নেতৃত্বের শূন্যতা দূর করবেন ইনশাআল্লাহ।”

আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ যখন গণতন্ত্রের পথে উত্তরণের সময় পার করছে, তখন দেশনেত্রীর অসুস্থতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেশের এই ক্রান্তিলগ্নে তার সুস্থতা খুবই প্রয়োজন। তাই জাবি ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। সমগ্র দেশবাসীর কাছে আমরা দোয়ার অনুরোধ জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন হলের সেক্রেটারি সোহাগ আহমেদ, শেরে বাংলা হলের সভাপতি সাঈফ বিন মাহবুব, শহীদ সালাম বরকত হলের সেক্রেটারি আব্দুল্লাহ আলিফ, কাজী নজরুল ইসলাম হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এম রাফিদুল্লাহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাবিব, সাব্বির হোসেন, মেহেদী হাসান, সায়দার রহমান, অভিষেক, তৌফিক, শাশ্বত প্রামাণিক, সাকিব হোসেন, মেফতাহুল জান্নাত সাদিক, অনিক, ফজলে আজওয়াদ, মানিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।























