শেষ পর্যন্ত বহুল প্রতীক্ষিত মুহূর্তটি এসেই গেল—প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ বছর আগে গুচির একটি শোরুমে শুরু হওয়া পরিচয়ের গল্প অবশেষে গড়িয়ে চলেছে পরিণয়ের পথে।
২০১৬ সালের এক শীতের সন্ধ্যায় স্পেনের মাদ্রিদে গুচির শোরুমে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। তখন জর্জিনা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। অন্যদিকে, রোনালদো ছিলেন বিশ্বখ্যাত এক ফুটবল সুপারস্টার। তবে তারকাখ্যাতি বা পেশাগত ভিন্নতা তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম দেখায় প্রেম না হলেও, সেদিনের সেই চোখে চোখ পড়াটিই ছিল এক নতুন শুরু। এরপর ধীরে ধীরে দেখা-সাক্ষাৎ বাড়তে থাকে এবং সম্পর্ক গভীর হয়। শুরুতে নিজেদের প্রেম গোপন রাখলেও, ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে তারা প্রেমের গুঞ্জনকে বাস্তবে রূপ দেন।
একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান, আলানা মার্তিনা। পরবর্তীতে, ২০২২ সালে আরেক কন্যা, বেলা এস্মেরলাদা আসে তাদের জীবনে। রোনালদোর অন্যান্য সন্তানদের প্রতিও জর্জিনা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, জর্জিনা নিজেও এই সময়ের মধ্যে ফ্যাশন ও বিনোদন জগতে নিজের জায়গা গড়ে তুলেছেন।
যদিও দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে বসবাস করছেন ও সন্তান লালন-পালন করছেন, তবুও আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত না নেওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা হতাশা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রোনালদো তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
জর্জিনা এই খুশির খবরটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, তাঁর হাতে হীরার আংটি, আর ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জন্মেও।” ছবিতে সম্ভাব্যভাবে রোনালদোর হাতও ছিল এবং স্থান হিসেবে ট্যাগ করা ছিল সৌদি আরবের রিয়াদ শহর, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন।
এখন সবার চোখ তাদের বিবাহের তারিখ ও অনুষ্ঠান ঘিরে। রোনালদো-জর্জিনার বিয়ে যে স্মরণীয় এক আয়োজন হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।