বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে আজ থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই তিনদিনব্যাপী ক্রীড়াযজ্ঞ।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কম্পিটিশন ডাইরেক্টর জনাব মোঃ শাহ আলম।
উদ্বোধনী দিনে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান, যিনি ১০০ মিটার স্প্রিন্টে সময় নিয়েছেন ১০.৬৪ সেকেন্ড। দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান, যিনি দ্বিতীয়বারের মতো এই খেতাব অর্জন করলেন ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে।
প্রথম দিনেই গড়েছে দুটি নতুন জাতীয় রেকর্ড।
- ডিসকাস থ্রো (পুরুষ) ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম ৪৬.৯৪ মিটার ছুঁড়ে নতুন রেকর্ড গড়েন।
- শটপুট (মহিলা) ইভেন্টে সেনাবাহিনীর জান্নাত বেগম ১৩.৯১ মিটার নিক্ষেপ করে পুরোনো রেকর্ড ভেঙে দেন।
এবারের প্রতিযোগিতায় ৪৩টি দলের ৪৬৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৩১ জন পুরুষ ও ১৩৬ জন নারী অ্যাথলেট রয়েছেন। এছাড়া প্রায় ৬০ জন কোচ ও ম্যানেজার এবং ১২০ জন টেকনিক্যাল অফিসিয়াল কাজ করছেন।
প্রথম দিনে ১১টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
বাংলাদেশ নৌবাহিনী রয়েছে দ্বিতীয় স্থানে – ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ নিয়ে।
তৃতীয় অবস্থানে রয়েছে বিকেএসপি, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ, যারা প্রত্যেকে একটি করে ব্রোঞ্জ পদক পেয়েছে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২৩ আগস্ট, শনিবার সকাল ৬:৩০টায় ২০,০০০ মিটার হাঁটা ইভেন্ট দিয়ে শুরু হবে।
প্রথম দিনের আয়োজনে অ্যাথলেটিক্সে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ৪৬ জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হয়।