জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার বাদ আসর কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাহমুদুর রহমান।দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আবু তালেব এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল অফিসার মো. আলী হাসান মাসুদ উপস্থিত ছিলেন। এছাড়া অংশ নেন জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক ইমরান খান ও দেওয়ান আলাউদ্দিন হোসেন, সদস্য মো. রাজন মিয়া, হাসান হাবিব, আবু নাইমসহ অন্যান্য মুসল্লিরা।আয়োজনে সমন্বয় করেন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আল রাফি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, কোষাধ্যক্ষ সিফায়েত হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, আব্দুল্লাহ আলিফসহ সমিতির অন্যান্য সদস্যরা। দোয়া শেষে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।সমিতির সভাপতি আল রাফি আহমেদ রাজু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির ঊর্ধ্বে একটি শ্রদ্ধার নাম। তিনি আমাদের বগুড়ার জেলার পুত্রবধূ—এটা আমাদের গর্ব। আজ তিনি গুরুতর অসুস্থ, সারাদেশের মানুষই তার জন্য উদ্বিগ্ন। আমরা তার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।”























