জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের প্রাধ্যক্ষের কক্ষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলতে দেখা গেছে। গণঅভ্যুত্থানের এক বছর পরও কিভাবে এখনো বঙ্গবন্ধুর ছবি ঝুলছে সে প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। সবচেয়ে বড় বিষয়, ওই হলেই থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান বাগছাসের একাধিক শীর্ষ নেতা। প্রশ্ন উঠেছে, এতদিনেও কী তাদের নজরে আসলো না এই বিষয়টি?
আল বেরুনী হলের বর্তমান প্রাধ্যক্ষ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন সক্রিয় সদস্য।
৫ আগস্ট এর পর ওই হলের কক্ষ থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেও সেখান থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়নি। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রাধ্যক্ষের কক্ষে গেলে বিষয়টি নজরে আসে।
এদিকে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিব জামানও গণঅভ্যুত্থানে সক্রিয় থাকা ওই হলের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। ছবি পোস্ট করে লিখেন “জাহাঙ্গীরনগরের আল বেরুনী হলে এত মুজিবপ্রেম? আল বেরুনী হলের প্রভোস্ট কক্ষ থেকে আজকে তোলা। ওই হলের নেতাদের চোখেও কি পড়ে না! নাকি নেতাদের ছত্রছায়ায় ছবি রাখা হইসে!”
এবিষয়ে জানতে প্রাধ্যক্ষকে অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
