জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছয়টি হল নির্মাণ প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে ছয় হলের হল সংসদগুলোর নেতৃবৃন্দ প্রকল্প অফিস তালাবদ্ধ করেছেন। দীর্ঘদিন ধরে বিগত ও বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম–দুর্নীতির অভিযোগ ওঠায় শিক্ষার্থীরা একমত হয়েছেন যে পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত তালা খোলা হবে না।শিক্ষার্থীদের দাবি—যে নথিগুলো চাওয়া হচ্ছে তা কোনোভাবেই অযৌক্তিক নয়। চাওয়া নথির মধ্যে রয়েছে:1. Soil Test Report2. Structural Design3. Authority Approval Sheet4. আর্থিক হিসাব–সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য:• GDP-based Cost Analysis• Project Schedule• Construction Company Details• Monitoring & Supervision Notes• Tender Documentsশিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ, হলভবনের নিরাপত্তা এবং ভবিষ্যৎ শিক্ষার্থী জীবনের প্রশ্নে কোনো তথ্য গোপন করা চলবে না। দায়িত্বপ্রাপ্তরা এই নথিপত্র প্রকাশ করলে তবেই প্রকল্প অফিসের তালা খুলবে—এমনটাই শিক্ষার্থীদের অভিন্ন অবস্থান।
























