ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দৃষ্টিতে শালীনতা ও পেশাগত নৈতিকতার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।চিঠিতে আরও বলা হয়, এই অভিযোগের প্রেক্ষিতে তাকে কলেজ ও হাসপাতালের অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ ঘটনায় চিকিৎসা ও শিক্ষাঙ্গনসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এনাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া অনুসরণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























