পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পেয়েছে দেশের আরও পাঁচ প্রতিষ্ঠান। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৫৮টিতে দাঁড়াল।
শিল্পকারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশ্লেষণ করে গ্রহণযোগ্য মানের কারখানাকে লিড সনদ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি)। বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও এ সনদ দেওয়া হয়।
সর্বশেষ যে পাঁচ প্রতিষ্ঠান লিড সনদ পেয়েছে সেগুলাে হচ্ছে ময়মনসিংহের ভালুকার রাইদা কালেকশন, ঢাকার আশুলিয়ার সাউথ অ্যান্ড সুয়েটার, চট্টগ্রামের কেডিএস ফ্যাশন, সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত পূর্বাণী ফ্যাশন ও গাজীপুরের টেক্সইউরোপ বিডি।