ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আল–খালদি। তিনি একজন স্থানীয় ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গাজার আল–শিফা হাসপাতালের চিকিৎসকেরা।
গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি তাঁবুতে চালানো ইসরায়েলি হামলায় খালদি নিহত হন। ওই হামলায় আরও ছয়জন নিহত হন, যাঁদের মধ্যে আল–জাজিরার পাঁচ সাংবাদিকও রয়েছেন।
আল–জাজিরার নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন—আনাস আল–শরিফ, মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোয়ামেন আলিওয়া। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আনাস আল–শরিফ ছিলেন হামাসের এক সন্ত্রাসী সেলের প্রধান, এবং তাকেই লক্ষ্য করেই হামলাটি চালানো হয়।
যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ‘কস্টস অব ওয়ার’ প্রকল্পের মতে, সাংবাদিকদের জন্য গাজায় এটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী হামলা।
গাজায় হামাসের শাসিত সরকারের গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলছে, এই সংঘাতে অন্তত ১৮৬ জন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।