ন্যাপলসের কাস্তেলাম্মারি থেকে উদিনে গাড়িতে ৮ ঘণ্টার পথ। ইতালির এই শহরেই আজ উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি আর টটেনহ্যাম হটস্পার। জিয়ানলুইজি দোন্নারোমার ক্লাব তাঁর দেশে খেলতে এসেছে, অথচ তিনি সেখানে নেই!
চার বছর পিএসজির গোলপোস্ট আগলে রেখে ইতালিয়ান এ গোলরক্ষক ফরাসিদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই তিনিই কিছুদিন আগে পিএসজির সঙ্গে নতুন চুক্তি বাতিল করে দেন, সেখানে স্বাক্ষর না করে ইঙ্গিত দেন ক্লাব ছাড়ার। তাই আপাতত দোন্নারোমাকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের দুঃখ ভুলে মাঠে নামছে পিএসজি।
নিউইয়র্কে সেই যে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ধাক্কা খেয়েছিল প্যারিসের ক্লাবটি, এর ঠিক এক মাস পর আজ আবার মাঠে নামছে ইউরোপের চ্যাম্পিয়ন দল। এবারও তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব। নতুন মৌসুম শুরুর আগে এটি অনেকটাই ওয়ার্মআপের মতো। যেখানে ইউরোপের প্রথম ও দ্বিতীয় সারির দুটি টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের সঙ্গে।
শুরুতে এই আসরের নাম ছিল ‘সুপার কম্পিটিশন’, ১৯৯৫ সালের পর থেকে তা ‘সুপার কাপ’। ১৯৭১ সালে অ্যান্টন উইটক্যাম্প নামে এক ডাচ ক্রীড়া সাংবাদিকের প্রস্তাবেই শুরু হয়েছিল এ আসর। যেখানে স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরাই ট্রফিটি জিতে থাকে। এ পর্যন্ত সর্বোচ্চ ছয়বার এই ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ, পাঁচবার করে বার্সেলোনা ও এসি মিলান। পিএসজি ১৯৯৬ সালে একবার ফাইনাল খেলেছিল, কিন্তু সেবার উয়েফা কাপ চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করেছিল।
এবার তারা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, প্রতিপক্ষ টটেনহ্যামের চেয়ে ধারে-ভারে অনেক এগিয়ে। চোটের কারণে ইংলিশ ক্লাবটির মূল একাদশের জেমস ম্যাডিসন, ড্রাগোসিন, কুলসেভেস্কি, টাকাইসহ অনেক খেলোয়াড় এই ফাইনালে নামতে পারছেন না। সেই সঙ্গে স্পারসদের কোরিয়ান তারকা সনও ক্লাব ছেড়ে দিয়েছেন। প্রিমিয়ার লিগে গত মৌসুমে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ হেরেছিল টটেনহ্যাম। সেখানে প্যারিসের ক্লাবটি সব মিলিয়ে ৩৪টি ম্যাচ জিতেছে।
সেই সঙ্গে পিএসজির ডেম্বেলে, হাকিমি, মার্ককুইনহোস, ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, জোয়াও নেভাস রয়েছেন দারুণ ফর্মে। শোকেসে আরও একটি ট্রফি তুলে দেওয়ার জন্য তৈরি তারা। ইতিহাসও তাদের পক্ষে, গত ১২টি আসরে ১১ বার এই ট্রফি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরাই।