ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আজ সকালে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষের নেতৃত্ব দেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সম্ভাব্য চুক্তির মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়, বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা। কৃষি খাতেও সহযোগিতার আলোচনার সম্ভাবনা রয়েছে।