জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি লেখেন, “জুলাইয়ের অনুপ্রেরণায় রাজনীতি শুরু করা দুই তরুণ নেতার জীবনের এই বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি প্রকাশ করেছিলেন হান্নান মাসউদ।রাজনীতিতে সক্রিয় শ্যামলী সুলতানা জেদনী এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠকের দায়িত্বে ছিলেন। জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের এই ছাত্রসংগঠনটি গত ফেব্রুয়ারিতে ভেঙে দেওয়া হলে তিনি নতুন প্ল্যাটফর্ম জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন এবং বর্তমানে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।























