ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজকে থেকে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নেতৃত্বে ইনকিলাব মঞ্চ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। শিবিরের প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী হয়েছেন আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন এস এমন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মুহিউদ্দীন খান।ডাকসু নির্বাচন নিয়ে সর্বোচ্চ ফলাফলে জোর দিচ্ছে ইসলামী ছাত্রশিবির।প্যানেলে দেখা গেছে জুলাই আন্দোলন এর ফ্রন্ট লাইনের আন্দোলনকারীরা।