২০২৫ ডাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ইসলামী ছাত্রশিবির, গনতান্ত্রিক ছাত্রসংসদ ও বামজোট তাদের প্যানেল ঘোষণা করেছে।
ছাত্রদলের নব্বই পরবর্তী প্রথম বার ডাকসুর নির্বাচনে নিজেদের প্রভাব ও জনমত গঠনের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল এখনো তাদের পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে নাই। তবে ইতোমধ্যেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ প্রায় সকল নেতাকর্মীরাই মনোনয়নপত্র তুলেছে।
তবে অনেক সূত্র থেকেই জানা গেছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান ডাকসু নির্বাচনের সম্ভাব্য ভিপি প্রার্থী। ইতোমধ্যেই তিনি জুলাই আন্দোলনের ভিতরের দিক নিয়ে একটা বই “স্ফুলিঙ্গ থেকে দাবানল” প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের মধ্যে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছাত্রনেতা তিনি।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী শেখ তানভীর হামিম বাড়ী। তিনি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আলম হাদী মায়েদ সহ অনেকে।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রত্যাশা তারা নব্বই দশকের রাজনৈতিক সংস্কৃতি চর্চা করে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন করবেন। ভোটাধিকার নিয়ে সর্বোচ্চ জোর দান করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।